দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে। এছাড়া ঢাকাসহ বড় শহরগুলোতে সৃষ্টি হতে পারে সাময়িক জলাবদ্ধতা।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের আটটি বিভাগে বৃষ্টি বাড়তে পারে। এগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী।
বিজ্ঞাপন
এই সময়ের মধ্যে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এই আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। পাহাড়ি এলাকায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া শিশু, বয়স্ক ও অসুস্থদের নিরাপদ স্থানে রাখার কথাও বলা হয়েছে। নদী বা খালের পানি উপচে পড়ার আশঙ্কা থাকলে দ্রুত স্থান ত্যাগ করতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই যাতায়াত ও বাসস্থানের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এমএইচএইচ/এইউ