শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

৩ দিন ঢাকাসহ সারাদেশে ভারী বর্ষণের আভাস

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

৩ দিন ঢাকাসহ সারাদেশে ভারী বর্ষণের আভাস

রাজধানী ঢাকাসহ সারাদেশে তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৪ জুন) আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ১৬ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ তিনদিন ধরে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (প্রতি ২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) ও অতি ভারী (প্রতি ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত) বর্ষণ হতে পারে।

এই অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া, ঘন ও অল্প সময়ে অধিক বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অনেক স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর