টানা কয়েকদিনের তীব্র গরমের পর সস্তির বৃষ্টির নেমেছে রাজধানীতে। মঙ্গলবার (১০ জুন) রাতে হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়ে স্বস্তি।
গত কয়েকদিন ধরে রাজধানীতে তীব্রগরম অনুভব করছে নগরবাসী। তাপমাত্রা ছাড়িয়েছিল ৩৭ ডিগ্রি। ঈদের ছুটি থাকায় কিছু ভোগান্তি কমও হলেও নগরের স্থায়ী বাসিন্দাদের দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টির ছোঁয়ায় আজ অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে শহরজুড়ে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি, মহাখালি, শাহবাগ, বসুন্ধরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি ও ঠান্ডা বাতাসে তাপমাত্রা কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা।
ধানমন্ডি চায়ের দোকানদার দেলোয়ার হোসেন বলেন, গত কয়েকদিনের গরমে হাঁসফাঁস লাগছিল। বৃষ্টির কারণে এখন একটু শান্তি লাগছে।
ঈদের ছুটি শেষ করে নওগাঁ থেকে ঢাকা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিল হোসেন। তিনি বলেন, ‘নওগাঁ থেকে এলাম। নওগাঁতে যে গরম সহ্য করে এসেছি, ঢাকায় এসেও একই রকম গরম, অসহ্য লাগছিল। তবে বৃষ্টিতে একটু শান্তি পেলাম।’
তবে বৃষ্টি স্বস্তি দিলেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছে নগরবাসী। এতে করে ভোগান্তিও বাড়তে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।
এমএইচএইচ/এএইচ