বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

ঈদের ছুটিতেও বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

ফাঁকা ঢাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
ফাইল ছবি

কোরবানির ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হলেও নগরের বায়ুমানের তেমন কোনো উন্নতি হয়নি। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষেই থাকছে।
 
রোববার (৮ জুন) সকাল সাড়ে সাড়ে সাতটায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী এদিন ঢাকার অবস্থান রয়েছে তিন নম্বরে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা চিলির সান্টিয়াগোর স্কোর ১৭৬, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত। দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি। সেখানকার বায়ুর মান ১৬৭, যা অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬৬, এটিও অস্বাস্থ্যকর বলে বিবেচিত। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুর স্কোর ১৪৮।


বিজ্ঞাপন


air_polution_dhaka

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

তিন দিন দূষণ কম থাকার পর শনিবার (০৭ জুন) ঈদুল আজহার দিনে ঢাকার বায়ুমানের ফের অবনতি হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী এদিন সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান ছিল ১০৯, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। অথচ, একদিন আগেও ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে ছিল।


বিজ্ঞাপন


ঈদের দিন দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১১তম স্থানে। শুক্রবার ৭৯ বায়ুমান নিয়ে ২১তম স্থানে ছিল ঢাকা।

ইএ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর