বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

ঈদের দিনগুলোতে আবহাওয়া যেমন থাকবে

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

ঈদের দিনগুলোতে আবহাওয়া যেমন থাকবে

চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

আগামী শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। দেশের বেশিরভাগ এলাকায় ঈদের দিন থাকবে শুষ্ক ও আরামদায়ক আবহাওয়া। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ী বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ জুন) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উক্ত তিন বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ঝড়ের আভাস, দেশের ১৬ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকবে। একই সাথে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে।

ঈদের পরের দিন রোববার (৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যত্র আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


বিজ্ঞাপন


ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক করে বলেছে, ঈদের দিন ও পরবর্তী তিন দিনে বিশেষ করে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের লোকজন আবহাওয়ার খবর অনুসরণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর