রোববার, ১৫ জুন, ২০২৫, ঢাকা

ঈদে থাকবে রোদ-বৃষ্টির খেলা, ভোগাবে ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

eid
ঈদে রোদ-বৃষ্টির খেলা থাকবে। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার বাকি এক সপ্তাহেরও কম। দেশে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- বৃষ্টিপাতের এই ধারা ঈদেও থাকবে কি না। বৃষ্টির ভোগান্তি ঈদ আনন্দ মাটি করে দেবে না তো!

গত তিন দিন ধরে গভীর নিম্নচাপের কারণে সারাদেশে ভারী বৃষ্টি হচ্ছে। তার ওপর দেশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ফলে বৃষ্টি কারণে ব্যাঘাত ঘটেছে ঈদের প্রস্তুতিতে। তবে ভারী বৃষ্টি বন্ধ হয়ে যাবে শিগগির। যদিও ঈদের সময় রোদ ও বৃষ্টির খেলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমের ভোগান্তি।


বিজ্ঞাপন


ঈদের আগে ও পরের আবহাওয়া নিয়ে রোববার (১ জুন) কথা হয় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সঙ্গে। তিনি ঢাকা মেইলকে জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা মাঝারি আকারে দেশের ওপর সক্রিয়। তার মানে সাগর থেকে অনবরত মেঘ দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। আর এগুলো চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ে ধাক্কা খেয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে। এটাকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘শৈলৎক্ষেপ বৃষ্টিপাত’। নিম্নচাপ চলে গেছে। এখন এই কারণে বৃষ্টি হচ্ছে।

এই আবহাওয়াবিদ জানান, সোমবার থেকেই বৃষ্টিপাত কমে যাবে। ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা কম। এই সময়ে হবে ইলশেগুঁড়ি বৃষ্টি। এক পশলা, দুই পশলা, এই রকম। কখনো কখনো স্বল্প সময়ের জন্য হবে। চলবে রোদ-বৃষ্টির খেলাও। প্রতিদিনই এমন হবে, তবে তীব্রতা থাকবে না।

আরও পড়ুন

সিলেট ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদফতরের ‘দুঃসংবাদ’

ঈদের মধ্যে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে উল্লেখ তিনি বলেন, ঈদের সময়টাতে রোদ ও বৃষ্টি একসঙ্গে হবে। এজন্য গরমটা বেশি অনুভূত হবে। কারণ আমরা সবাই জানি বৃষ্টির পর রোদ উঠলে গরম বেশি লাগে।


বিজ্ঞাপন


গরম বেশি লাগার কারণ ব্যাখা করে তিনি বলেন, ৩ থেকে ১০ জুন পর্যন্ত তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির আশেপাশে। বর্ষায় মেঘ খুব কাছে চলে আসার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে বৃষ্টির পর রোদ উঠলে শরীর থেকে যে ঘাম বের হয়, তা আবার বাতাস শুষে নিতে পারে না। কারণ বাতাস আগে থেকেই ভেজা থাকে। ফলে শরীরের অভ্যন্তরের তাপমাত্রা ত্বকের ওপরে জমে থাকা ঘামের কারণে বেরোতে পারে না। তাই ভ্যাপসা গরম অনুভূত হয়। এই সময় আবহাওয়া তপ্ত হয়ে উঠবে না।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ রোববার থেকেই সারাদেশে বৃষ্টিপাত কমা শুরু করতে পারে। সব বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর