শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

মৌসুমী বায়ুর বিস্তার অস্থায়ীভাবে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

মৌসুমী বায়ুর বিস্তার অস্থায়ীভাবে ভারী বৃষ্টির আভাস

দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তারের ফলে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রোববার (১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমী বায়ু ইতিমধ্যে বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। পূর্বাঞ্চলে এটি সক্রিয় এবং অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় রয়েছে।


বিজ্ঞাপন


তিনি জানান, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতিভারী বর্ষণ।

সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে—৪০৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার।

আগামী চার দিনের বিস্তারিত পূর্বাভাস
সোমবার (২ জুন): ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (৩ জুন): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনায় দু–একটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।


বিজ্ঞাপন


বুধবার (৪ জুন): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু–একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা অনেকটাই একই রকম থাকবে।

বৃহস্পতিবার (৫ জুন): দেশের প্রায় সব বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস: এই সময়ের শেষ দিকে দেশের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় অঞ্চলে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

এমএইচএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর