দেশের অন্তত ১১টি অঞ্চলে আজ রোববার (১ জুন) দুপুর ১টার আগেই ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এসব অঞ্চলে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
এই ঝড়ের প্রভাবে নদীবন্দরগুলোতে সাময়িক ঝুঁকি তৈরি হতে পারে। তাই নদীপথে চলাচলকারীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বেড়ে যেতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদরা মনে করছেন, হঠাৎ ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায়, বিশেষ করে নদীপথে চলাচলকারীদের দুপুরের আগেই সতর্ক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তীব্র ঝড়ো হাওয়ার সময় খোলা জায়গায় না থাকার পরামর্শও দিয়েছেন তারা।
এমএইচএইচ/এইউ