বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

আসছে ঝড়-বৃষ্টি, তাপমাত্রা কমার ইঙ্গিত আবহাওয়া অফিসের

রাজধানী ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

শনিবার (৩১মে) দুপুর ১ পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান। 

এমএইচএইচ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর