শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

মোংলা থেকে ২৩০ কিলোমিটার দূরে নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

মোংলা থেকে ২৩০ কিলোমিটার দূরে নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগর
প্রতীকী ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদের দেওয়া তথ্য অনুযায়ী, নিম্নচাপটির অবস্থান বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টায় ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৯৫ কিলোমিটার, মোংলা থেকে ২৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। অবস্থানকারী এলাকাটি ২০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৫° পূর্ব দ্রাঘিমাংশে।


বিজ্ঞাপন


আরও পড়ুন
সাগরে লঘুচাপ তৈরি হতে পারে ২৭ মে, বৃষ্টিপাত থাকবে ১০ দিন

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে নিম্নচাপ কেন্দ্রঘেঁষা এলাকায় সাগর উত্তাল রয়েছে।

বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল থাকায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
২৭ থেকে ৩০ মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। ফলে ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাতও বাড়তে পারে দেশের বিভিন্ন এলাকায়। এতে নদ-নদী ও সাগরপাড়ের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্কসংকেত মানা না হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানানো হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর