বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টিপাত, কমছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টিপাত, কমছে তাপমাত্রা

দেশের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বেড়েছে। একই সঙ্গে কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু দেশের আরও ভেতরে ঢুকে পড়েছে। বর্তমানে মৌসুমীবায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণ। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (৩০ মে): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে।

শনিবার (৩১ মে): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ও খুলনার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

রোববার (১ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।


বিজ্ঞাপন


সোমবার (২ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এমএইচএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর