বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীতে ভোরের দিকে বৃষ্টি শুরু হয়, সঙ্গে ছিল দমকা হাওয়া।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এবং নদী-সংলগ্ন এলাকাগুলোতে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। ফলে দুপুর ১টা পর্যন্ত ছয়টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এই ছয়টি অঞ্চল হলো—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছে, তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে, দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের কিছু জেলার নদীতে পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকার নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে এবং কোথাও কোথাও তা অতিক্রম করতে পারে।
বিজ্ঞাপন
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁয়ে যেতে পারে। এছাড়া সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, হবিগঞ্জের খোয়াই ও নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানিও দ্রুত বাড়ছে। এসব এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।
সামগ্রিকভাবে দেশের আবহাওয়ার অবস্থা বর্তমানে অস্থির। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপের কারণে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে।
সরকারি সংস্থাগুলো জনসাধারণকে সতর্ক থাকতে এবং নিয়মিত আবহাওয়া আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বসবাসকারী এবং নদীপথে চলাচলকারী ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
নৌ ও সমুদ্রপথে চলাচলকারী নৌযান, জেলেরা এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এইউ