দেশের চার বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আরও শক্তিশালী হতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু এরইমধ্যে ঢাকা বিভাগের পূর্বাংশ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (২৮ মে) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বা অতিভারী বৃষ্টিও হতে পারে। রংপুর ও রাজশাহীতেও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতেও সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) থেকে শনিবার (৩১ মে) পর্যন্ত দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ী দমকা হাওয়াও বইতে পারে। অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই তিন দিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।
রোববার (১ জুন) বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি হবে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন তাপমাত্রা আবার একটু বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে এর ফলে তাপমাত্রা বাড়তে পারে।
বিজ্ঞাপন
অতএব, পরবর্তী কয়েক দিন দেশের অনেক অঞ্চলে বৃষ্টির কারণে ভিজে যেতে পারে সড়ক ও জনজীবন। বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এমএইচএইচ/এইউ