বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হতে পারে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে গভীর লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।


বিজ্ঞাপন


আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধ থেকে শনিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এ সময় দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

শুক্র ও শনিবার দিনে ও রাতে সারা দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের। দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টির আশঙ্কায় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের কথাও জানিয়েছে সংস্থাটি।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর