ঢাকায় আজ মেঘলা আকাশ থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। সোমবার (২৬ মে) আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দিনের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি আশা করা যাচ্ছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতরের তথ্যে দেখা গেছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতা ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় একইরকম, ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সময় হলো বিকেল ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ১২ মিনিটে সূর্যোদয় হবে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কিছুটা বৃষ্টি হয়েছে।
এমএইচএইচ/এইউ