শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৯:৪৫ এএম

শেয়ার করুন:

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি থাকবে।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন
সাগরে লঘুচাপ তৈরি হতে পারে ২৭ মে, বৃষ্টিপাত থাকবে ১০ দিন

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বনের পাশাপাশি নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর