দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকাল ৯টার মধ্যে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ মোট ১১টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
রোববার (১৮ মে) দিবাগত রাতের দিকে দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য বিশেষ সতর্ক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতর আরও জানায়, ঝড়ো হাওয়ার প্রভাবে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে রোববার দিনের আরও একটি পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আজ সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমএইচএইচ/এইউ

