দেশের তিন বিভাগে টানা চার দিন ভারী বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১৫ মে) অধিদফতর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর এবং বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
শুক্রবার (১৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী শনিবার (১৭ মে) থেকে সোমবার পর্যন্ত সারাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই ভাবে শনিবার ও রবিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং সোমবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মৌসুমী বায়ুর প্রভাব কি দেশে পড়েছে কিনা- জানতে চাইলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির ঢাকা মেইলকে বলেন, ‘এই সময়ের যে বৃষ্টি তা মৌসুমী বায়ুর প্রভাবে নয়। এছাড়া এখনো আমাদের দেশে মৌসুমী বায়ু আসেনি। এখন যে বৃষ্টি হচ্ছে তা প্রাক বর্ষা মাসের বৃষ্টি, এটি স্বাভাবিক।’
এবার গ্রীষ্মে বৃষ্টিপাত বেশি হচ্ছে, এজন্য কি বর্ষায় বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘না এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে বর্ষাকাল শুরু হয় ১০ জুন থেকে ১৫ জুনের মধ্যে। তবে এবার বর্ষার বৃষ্টি একটু আগে থেকে শুরু হতে পারে এবং ভারী বর্ষণও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো চূড়ান্ত ভাবে বলা সম্ভব নয়।’
এমএইচএইচ/এএইচ