বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১০:১১ এএম

শেয়ার করুন:

দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কসংকেত

আজ বৃহস্পতিবার (১৫ মে) দেশের তিনটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্ক বার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই তিন জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া আসতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। এই ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযানগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আবহাওয়া অফিসের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে।

আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বর্তমানে প্রায় একই রকম থাকবে।


বিজ্ঞাপন


আজকের আবহাওয়ার বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী—ময়মনসিংহ ও সিলেট বিভাগে একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গাতেও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই নিরাপদ। বিশেষ করে কৃষক, শ্রমিক ও খোলা মাঠে কাজ করা মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর