বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

বৃষ্টি নামলেও কমছে না তাপপ্রবাহ, ভোগান্তি থাকছেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি নামলেও কমছে না তাপপ্রবাহ, ভোগান্তি থাকছেই

সারাদেশে দমকা হাওয়াসহ কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। কিন্তু এরপরও দেশের ২২টি জেলার উপর দিয়ে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। এতে জনজীবনে এখনও স্বস্তি আসেনি। বুধবার (১৪ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের অনেক অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এখন দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এই প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার পাশাপাশি শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে এসব বৃষ্টিপাতের মাঝেও দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

পরবর্তী দিনের পূর্বাভাস— বৃহস্পতিবার (১৫ মে): একই ধরনের আবহাওয়া থাকবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, শুক্রবার (১৬ মে): দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমতে পারে, শনি ও রোববার (১৭ ও ১৮ মে): বৃষ্টির প্রবণতা থাকবে। তাপমাত্রায় বড় পরিবর্তন নেই ও পরবর্তী পাঁচ দিন: বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যারা গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, তাদের এখনই স্বস্তির সুযোগ কম। কারণ বৃষ্টি হলেও গরম থামছে না। তাপপ্রবাহ এখনই বিদায় নিচ্ছে না।

এমএইচএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর