দেশের ওপর একটি পশ্চিমা লঘুচাপের প্রভাব পড়ছে। এর ফলে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে।
সোমবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। প্রতিষ্ঠানটির আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পেরিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিজ্ঞাপন
এই লঘুচাপের প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে দেশের অন্য অংশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।
তাপপ্রবাহ পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে আবহাওয়া অফিস। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশসহ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নীলফামারীর কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। তবে এসব এলাকায় তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
আসছে মঙ্গলবার (১৩ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের পরিস্থিতি বুধবার (১৪ মে), বৃহস্পতিবার (১৫ মে) ও শুক্রবার (১৬ মে) পর্যন্ত চলতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমে আসলেও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।
এমএইচএইচ/এইউ