আজ সোমবার থেকে সারাদেশে তাপপ্রবাহ কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১২ মে) রাতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি থেকে আরও জানানো হয়, এখন কোনো ধরনের ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের কোনো আশঙ্কা নেই।
বিজ্ঞাপন
কয়েকদিন ধরে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে নাজেহাল সারা দেশের মানুষ। কোথাও কোনো স্বস্তি নেই। ভোর কিংবা রাতেও গরমের তেজ কমছে না। টানা ৫ দিন ধরে এমন খরতাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। আজ সেই অবস্থা কিছুটা কমেছে। বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়।
অধিদফতর বলছে, আগামী ১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের কোন আশঙ্কা নেই।
আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়, এ ছাড়া মার্চ, এপ্রিল ও মে মাস প্রাকৃতিকভাবেই দূর্যোগপ্রবণ হাওয়ায় হালকা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
/এএস