বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজধানীতে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে অনেক এলাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে অনেক এলাকা
বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীতে বৈশাখের তাপপ্রবাহের মধ্যে টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুযায়ী, ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি চলতি মৌসুমে রেকর্ড বৃষ্টিপাত। এতে মিরপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীতে। চলে সন্ধ্যা পর্যন্ত। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভোগান্তির সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


মিরপুর ১১ নম্বরে থাকেন রফিক। তিনি বলেন, টানা কয়েক ঘণ্টা ধরে বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা কোথাও যেতে পারছি না।

আরও পড়ুন

আগামী পাঁচদিন দেশজুড়ে ঝড়বৃষ্টির আভাস

নির্বাচন কমিশনের কর্মকর্তা রুহুল আমীন ঢাকা মেইলেকে বলেন, অফিস শেষ হয়েছে ৪টায়। বৃষ্টির কারণে যেতে পারছি না। ফেসবুকের দেখলাম মিরপুরে এলাকায় এক হাঁটু পানি।

একটু ক্ষোভ নিয়ে তিনি বলেন, ঢাকা শহরে ৩-৪ ঘণ্টা বৃষ্টি হলে প্রাইভেটকার, বাইক বা রিকশা নিয়ে চলা যায় না। নৌকা ব্যবহার করতে হয়। পানি নিষ্কাশনে জন্য সিটি করপোরেশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।


বিজ্ঞাপন


Rain

ঢাকার বাইরে থেকে কলেজ শিক্ষক আব্দুস সালাম চিকিৎসার জন্য ঢাকায় এসে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন। তিনি ঢাকা মেইলে বলেন, চিকিৎসার জন্য এসে কাজ শেষ না করে চলে এলাম জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম)। এখানে এসে দেখি ভবনের সামনে কোমর পানি জমে গেছে। পানি আজ সরবে কি-না বলতে পারছি না। ডাক্তার দেখানোটাও জরুরি।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আজ টানা কয়েক ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল এরকম টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে ঢাকার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

আরও পড়ুন

বৃষ্টি শুরু হলে যা করতেন নবীজি

সরজমিনে দেখা যায়, টানা কয়েক ঘণ্টার বৃষ্টিকে বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর পল্টন এলাকায় দেখা যায় বৃষ্টির কারণে অনেকেই বিভিন্ন দোকান, শপিং মল, রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছেন। আগারগাঁও এলাকায় বেশির ভাগ সরকারি অফিস থাকায় এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান করছেন। বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস ফেরত যাত্রীরা।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর