দেশজুড়ে ফের দেখা দিতে পারে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের সব বিভাগেই আগামী কয়েকদিন ধরে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, যার প্রভাব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পড়ছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করছে।
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে তাপপ্রবাহে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী এলাকায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু অংশে প্রশমিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার (১৯ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পর্যন্ত কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে।
অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।
বিজ্ঞাপন
এইউ