দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি জেলায়—চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাটে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
রোববার (১৩ এপ্রিল) সকালে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে আরও জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী
সোমবার (১৪ এপ্রিল): আটটি বিভাগেই—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—দু-এক জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১৫ এপ্রিল): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
বুধবার (১৬ এপ্রিল): দেশের প্রায় সব বিভাগেই কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এদিনও তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ এপ্রিল): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তাপপ্রবাহ ও বজ্রসহ বৃষ্টির বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
উল্লেখ্য, চলমান গরমের এই সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। এছাড়া হিটস্ট্রোক এড়াতে খোলা রোদে অতিরিক্ত সময় না থাকার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।
এমএইচএইচ/এইউ