মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্র বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্র বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদফতর জানিয়েছে— আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চারটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ এই পূর্বাভাস প্রদান করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ঘটনা ঘটতে পারে। এছাড়া, দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যা উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে উত্তর-উত্তরপূর্ব দিকে চলে যেতে পারে।

আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিজ্ঞাপন


আগামী শনি (১২ এপ্রিল) এবং রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর দেশের অন্যত্র শুষ্ক আবহাওয়া থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এমএইচএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর