সকাল থেকেই রোদের দেখা নেই ঢাকার আকাশে। অনেকটা কুয়াশার মতো অন্ধকারে ছেয়ে আছে। তবে আবহাওয়া অধিদফতর বলছে, এসব কুয়াশা নয়, মেঘ। আগামীকালও এই অবস্থা থাকতে পারে।
শনিবার (২২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা ঢাকা মেইলেকে এই তথ্য জানান।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ বলেন, ঢাকায় যে কুয়াশা দেখা যাচ্ছে এটা আসলে মেঘ, যা আগামীকাল পর্যন্ত থাকতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাস নেই। আজ ও আগামীকাল দুই দিন তাপমাত্রা কিছুটা কমবে।
ঈদের সময় আবহাওয়া কেমন থাকতে পারে জানতে চাইলে এই আবহাওয়াবিদ জানান, সম্ভাব্য ঈদের দিন সিলেট বিভাগের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং অন্যান্য অঞ্চলে ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
আরও পড়ুন
ঈদে তাপপ্রবাহ থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সারা দেশব্যাপী তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। তবে রাজশাহীসহ দুই-এক জায়গাতে তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া এ সময় সিলেট বিভাগের কালবৈশাখী ঝড় হতে পারে।
এদিকে শনিবার (২২ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস থেকে জানা যায়, আগামী রোববার (২৩ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী সোমবার (২৪ মার্চ) সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বর্ধিত পাঁচ দিনে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে।
এমএইচএইচ/জেবি