শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

বাতাস ‘অস্বাস্থ্যকর’ হলেও ঢাকা আজ শীর্ষ দশে নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১১:০৪ এএম

শেয়ার করুন:

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ হলেও শীর্ষ দশে নেই

বিশ্বে বায়ু দূষণে প্রায় প্রতিদিনই শীর্ষে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর হলেও গত কয়েক দিনের তুলনায় ভালো। মঙ্গলবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ১৩২ একিআই সূচক নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে ঢাকা। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ১৫৪ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ছিল।

সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বাতাসের মান নিয়ে একিআই ইনডেক্স নামে একটি লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করেছে, যাতে এ চিত্র উঠে আসে। প্রতিষ্ঠানটি প্রতিদিন একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।


বিজ্ঞাপন


আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এদিন সকাল সাড়ে ১০টায় ১৭৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এ ছাড়া ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহর, ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লি স্কোর ১৬৪।

Screenshot_2025-03-04_104439

এর আগে সকাল সাড়ে সাতটায় ৩১০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইরাকের রাজধানী বাগদাদ। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় পোল্যান্ডের শহর ক্রাকো, ১৭০ স্কোর নিয়ে তৃতীয়  ভারতের দিল্লি, ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল উগান্ডার রাজধানী কামপালা এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ছির ১৬৬। আর সপ্তম অবস্থানে থাকা ঢাকার স্কোর ছিল ১৫৪। কয়েক ঘণ্টার ব্যবধানে যা পাল্টে যায়। ঢাকার বাতাসের মান ভালোর দিকে যায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিজ্ঞাপন


ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর