রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। তারাবির নামাজের মধ্য দিয়ে বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা। রাতে সেহরি খেয়ে প্রথম রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানের শুরুর দিনেই দেশের কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ছয়টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এমআর