মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ তা অধিকাংশ মানুষ ভুলে যায়। ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হলেও পরিবেশের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু মনে রাখতে হবে পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে।
বৃহস্পতিবার বিকেলে সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে ফরিদা আখতার বলেন, খাদ্য উৎপাদনের বাড়ানোর কথা বলে থাকি কিন্তু খাদ্য নিরাপদ কি না তা আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয় তাহলে এ ধরণের খাদ্য দিয়ে আমাদের কোনো লাভ নাই। শুধু ভবন থাকলে হবে না, কাজ করতে হবে মানুষ দিয়ে। তাদের আবার দক্ষ হতে হবে। গবেষণা পর্যায়ে যেমন বিজ্ঞানী লাগবে তেমনি মাঠ পর্যায়ে কর্মী লাগবে।
উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টরে সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করলে জনগণের নিকট আরও বেশি মাত্রায় পৌঁছানো যাবে। প্রাইভেট সেক্টরকে প্রোফিট প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
পরে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাফওয়ান সদ্যের নামে মূল ফটকের নামকরণ উদ্বোধন করেন। এ সময় শহীদ সাফওয়ান সদ্যের বাবা ডা. আখতারুজ্জামান লিটন, মা খাদিজা বিন জুবায়েদ শিল্পী, বোন আতকিয়া জামান তিশমা, বিসিএস লাইভস্টক একাডেমির কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমিতে Professional Skill Development Training Through " Specialized Training Course (STC) For the Livestock Officers এর সমাপনী কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ কোর্সে বিসিএস লাইভস্টক ক্যাডারের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারেন সেজন্য আগামীকাল থেকে রাজধানী ঢাকার ২৫টি পয়েন্টসহ সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির ব্যবস্থা করবে।
উপদেষ্টা আরও বলেন, পণ্য সরবরাহ করে বাজারে যে কৃত্রিম উচ্চমূল্য রাখা হয় তার চেয়ে কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এমন উদ্যোগ।
উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারের লক্ষ্যে সরকারি অর্থে আন্তর্জাতিক মানের এই ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি স্থাপন করা হয়। এরমূল উদ্দেশ্য নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন নিশ্চিতে সঠিক পদ্ধতিতে গবাদিপশু পালন, সংক্রমণ প্রতিরোধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিত করা।
প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) আয়োজনে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্হিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, এলআরআই এর পরিচালক ড. মো. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদফতর ও এলআরআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৈজ্ঞানিক কর্মকর্তারা।
এমআর