সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর হঠাৎ করেই যাত্রাবাড়ী, বাড্ডাসহ কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি।
এতে ভোগান্তিতে পড়েন সড়কে থাকা যাত্রী ও পথচারীরা। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা বিভিন্ন ছাউনিতে আশ্রয় নেন। অনেকেই আবার বৃষ্টিতে ভিজেই বাসে উঠতে পড়েন।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ ছাড়া নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায় বৃষ্টি হচ্ছে। এটি বেশিক্ষণ স্থায়ী হবে না।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।
বিজ্ঞাপন
এমএইচটি