সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণে শীর্ষে ঢাকা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুমান নিয়ে আজও দূষণে শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ দেশের তালিকায় আজও প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ২০৪ বায়ুমান স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা, জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকাল ৭টা ৪৩ মিনিটে ঢাকার ২০৪ স্কোর। একই সময়ে ১৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৬৭।


বিজ্ঞাপন


Screenshot_2025-02-17_074415

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আরও পড়ুন

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিজ্ঞাপন


ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর