দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে আজ (২৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা তার চেয়ে কম থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, রাত ১টা থেকে পরবর্তী ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও তার চেয়ে কম হতে পারে। এই অবস্থায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে, কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া, আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তবে শুক্রবার (২৪ জানুয়ারি) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।