শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

আসছে আরেকটি শৈত্যপ্রবাহ
উত্তরাঞ্চলে শীতের প্রকোপ রয়েছে। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) থেকেই তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহের শুরুতে দেশে মাঝারি মাত্রার আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৯ থেকে ২২ জানুয়ারির মধ্যে শৈত্যপ্রবাহটি দেশের একটি বড় অংশের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের এক বার্তায় এই কথা বলা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শৈত্যপ্রবাহ কী, কখন হয়? 

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Winter2
বেড়েছে শীতের কাপড়ের চাহিদা। ছবি: ঢাকা মেইল

পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বিজ্ঞাপন


আগামী পাঁচ দিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন

জমজমাট শীত পোশাকের বেচাকেনা, দোকানিদের মুখে হাসি

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। অন্যদিকে দেশের বাকি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর