প্রতিনিয়ত বেড়েই চলেছে বিশ্বের বিভিন্ন দেশের বায়ুদূষণ। দূষণ বাড়ছে বাংলাদেশের মেগাসিটি ঢাকার বায়ুতেও। গতকালের মতো আজও বিশ্বের সবচেয়ে দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশের রাজধানীর নাম। সাতসকালেই ২৫৮ এয়ার কোয়ালিটি স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ঢাকা। বায়ুর মান বিচারে এই পরিস্থিতি ‘খুবই অস্বাস্থ্যকর’। ঢাকার পরেই স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে শহরটি।
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসে আজও দূষণের মাত্রা বেড়েছে।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ছয়টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়ে, চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লি। ভারতের রাজধানীর স্কোর ১৯১।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণে ঢাকার নাম প্রায়ই শীর্ষ দশে থাকে। শীতকালে এলে দূষণের মাত্রা বেশি বাড়ে। তবে বর্ষাকালে কিছুটা ভালো থাকে।
বিজ্ঞাপন
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন ধুলো। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এমআর