শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

তাপমাত্রার পারদ যেই না নামতে শুরু করেছে, অমনি জেঁকে বসেছে শীত। আর তাইতো সচেতন নাগরিকরা একটু পর পর তাপমাত্রা কত তা জানতে নেট মাধ্যমে ঢু মারছেন। মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। অনেকেরই বাসা-বাড়িতে তাপমাত্রা মাপার যন্ত্র বা থার্মোমিটার রয়েছে। এই মিটারে কিছুক্ষণ পর পর তারা চোখ বোলান। আর যাদের বাসায় থার্মোমিটার নেই তারা ইন্টারনেট চালু করে গুগলে সার্চ করেন। 

আজ ৩ জানুয়ারি ২০২৪ তারিখ। আজ বাংলাদেশে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩০ সেলসিয়াস তেতুলিয়ায় রের্কড করা হয়েছে। 


বিজ্ঞাপন


ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর