আবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও বুধবার (২৫ ডিসেম্বর) দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ ডিসেম্বর) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, আজ দেশে শীতের প্রকোপ কম। কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামী ২ দিন বৃষ্টির পর আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। তখন শীত বাড়তে পারে।
এমএইচএম