রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

উপকূলে বৃষ্টির পূর্বাভাস, শীত নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ এএম

শেয়ার করুন:

বৃষ্টিতে ভিজল রাজধানী
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপ আকারে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির দেখা মিলেছে। এ অবস্থায় আগামী কয়েকদিন দিন এবং রাতের তাপমাত্রা কমবে বলেও পূর্বাসভাসে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, জেলেদের গভীর সাগরে যেতে মানা

শনিবার (২১ ডিসেম্বর) রাতে দেওয়া আবহাওয়া পূর্বাসভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাসভাসে আরও বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর