রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

শীত, বৃষ্টি ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি, শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ছবি

দেশের কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া অন্যান্য জেলাতেও দাপট দেখাচ্ছে শীতে। হিমবাতাসের সঙ্গে কুয়াশা পড়ায় ব্যাহত হচ্ছে মানুষের জীবনযাত্রা। কুয়াশা ও শীতল বাতাসের কারণে বাইরে বের হতে পারছেন না মানুষ। এমন পরিস্থিতিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

সরকারি সংস্থাটির বার্তা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার শুরু হতে পারে খুলনা বিভাগ দিয়ে। এর ফলে তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


বিজ্ঞাপন


বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা অন্তত অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ের প্রথমার্ধে দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর