মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাড়বে বৃষ্টি কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১২:১৯ এএম

শেয়ার করুন:

বাড়বে বৃষ্টি কমবে তাপমাত্রা
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আজ বুধবার (২৩ অক্টোবর)। এ অবস্থায় আগামী তিন দিন দেশের উপকূলীয় এলাকাসহ নানা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এতে কমবে তাপমাত্রা।  

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় এই তথ্য জাননো হয়।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে।

আর বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর