শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২২, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

সকাল থেকে রাজধানীতে গুমোট আবহাওয়া বিরাজ করছিল। সকালে দুএক ফোটা করে বৃষ্টি ঝরলেও তাপ কমানোর জন্য তা যথেষ্ট ছিল না। গরমে নগরবাসী যখন হাঁসফাস করছিল দুপুর গড়াতেই তাদের স্বস্তি দিতে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। ঝুম বৃষ্টি নগরজীবনে স্বস্তি দিলেও অনেককে অস্বস্তিতেও ফেলেছে।

ভারী বৃষ্টিতে অনেক এলাকার সড়কে পানি জমেছে। বৃষ্টির মধ্যেই অনেককে কর্মস্থলের দিকে ছুটতে হয়েছে। ছাতা হাতে বের হয়েও অনেককে বৃষ্টির তোপের কারণে নিরাপদ আশ্রয়ে দাঁড়াতে হয়েছে। আবার ছাতা নিয়ে যারা বেরোননি নিরাপদ আশ্রয় যাওয়ার আগেই তাদের অনেকে ভিজে একাকার হয়েছেন।


বিজ্ঞাপন


dhaka-3সোয়া ১২টার দিকে রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার, বাংলামোটর, ধানমন্ডি, শাহবাগ, পল্টন, মতিঝিল, প্রেসক্লাব, মৌচাক, মালিবাগ, কমলাপুর, মুগদা, বাসাবোসহ ঢাকার অধিকাংশ এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসও ছিল।

গুলিস্তান, পল্টন, সেগুনবাগিচায় এলাকার ফুটপাতের দোকানিরা বিপাকে পড়ছেন। বৃষ্টির আগে মালামাল ঢাকতে না পারায় অনেকের পণ্য ভিজে গেছে। পথচারীরা আশপাশের ভবন, মার্কেটে নিরাপদ আশ্রয় অবস্থান করছেন। অনেকে রিকশায় থাকলে পলিথিন সংকটে ভিজে গন্তব্যে যাচ্ছেন।

dhaka-4সড়কে দেখা গেছে, যারা ছাতা নিয়ে বেরিয়েছেন বৃষ্টি থেকে তাদের শরীরের উপরের অংশ বেচে গেলেও রক্ষা পায়নি নিচের অংশ। নিচের অংশ পানিতে ভিজে গেছে। নিম্নআয়ের দিনমজুর, রিকশা চালক, গার্মেন্টসকর্মীদের অনেককে মাথায় পলিথিন মুড়িয়ে বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই রওনা হয়েছেন নিজ নিজ মন্তব্য।

পান্থপথ এলাকাতেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরুর পরেই মানুষ দ্বিগ্বিদিক ছুটতে থাকেন। আশ্রয় নেয় বিভিন্ন শপিং মল ও দোকানে।


বিজ্ঞাপন


dhaka-6বুধবার সকালে ঢাকায় যে বৃষ্টি হবে তার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেণী, পাবনা, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

টিএই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর