শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিলেটের ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা

মো. মুন্না মিয়া
প্রকাশিত: ১৪ মে ২০২২, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

সিলেটের ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা
ছবি : ঢাকা মেইল

টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পড়েছে সিলেটের ৫ উপজেলার নিম্নাঞ্চল। বাড়ছে নদনদীর পানিও। এরই মধ্যে সুরমা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। এদিকে, পাহাড়ি ঢল আর অবিরত বৃষ্টির ফলে সিলেটের গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় ২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে নগরের বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী নিলয় পাশা জানান, শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি জকিগঞ্জের অমলসিদেতেও বিপদৎসীমার ওপরে বইছে। এছাড়া সারি ও গোয়াইন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।


বিজ্ঞাপন


সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে ১৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাতের বেলা বৃষ্টি বেশি হবে।

তিনি বলেন, শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেটে ১২৮ মিলিমিটার ও শনিবার বেলা ১২টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, সিলেট অঞ্চলে বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা ঢল। ভারতের মেঘালয়, ত্রিপুরা, চেরাপুঞ্জি ও আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ঢল ও বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট এলাকার নিম্নাঞ্চল। এই তিন উপজেলায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। এ উপজেলায় ফসলি জমিও তলিয়ে গেছে। একই অবস্থা গোয়াইনঘাটেও।


বিজ্ঞাপন


জানা গেছে,  গত শুক্রবার (১৩ মে) সকালে নৌকা ডুবিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নয়াগাং নদীর শুক্কুরের ভাঙ্গা নামক স্থানে নৌকা ডুবিতে আলমগীর হোসেন (৩২) নামের একজন মারা যান। এ নৌকা ডুবিতে আরও ৪ যাত্রী থাকলেও তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। এছাড়া জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় টিলার মাটি ধসে ঘুমন্ত থাকা অপু লাল রায় (৩০) নামে এক এনজিও কর্মী মারা গেছেন। এ ঘটনায় তার ভাই অপু লাল রায়ও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল এলাকায় পাহাড় ধসে ২০টি বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রাজু আহমদ।

মৃত ব্যক্তির পরিবারকে জেলা ত্রাণ তহবিল হতে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে স্থানীয় প্রশাসন। 

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, সিলেটের পানিবন্দি মানুষের জন্য ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় এসব চাল বিতরণ করা হচ্ছে।

তিনি জানান, এসব উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর