প্রখর তাপে টানা এক মাস পুড়েছে প্রায় গোটা দেশ। অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝরেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। তাপপ্রবাহের মধ্যে বাড়তি স্বস্তি নিয়ে এসেছে মধ্য বৈশাখের এ হালকা বৃষ্টি। এতে তাপমাত্রা কমে শীতল অনুভব হচ্ছে কিছুটা।
বৃহস্পতিবার (০২ মে) রাত ৯টার দিকে পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, চকবাজারসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আজ দেশের কয়েক জেলায়ও বৃষ্টিপাতের হয়ে বলে জানা যায়।
বিজ্ঞাপন
এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখা যায়।
এদিকে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিজ্ঞাপন
/এএস