বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাতেই যেসব জেলায় নামতে পারে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৪, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

অবশেষে বৃষ্টি নিয়ে সুখবর, কমবে তাপমাত্রা
ফাইল ছবি

সূর্যের প্রখর তাপে পুড়ছে প্রায় পুরো দেশ। টানা দাবদাহে হাঁসফাঁস জনজীবন। প্রায় এক মাস ধরে চলা এ অবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে কয়েক অঞ্চলের মানুষ। বুধবার (০১ মে) রাত থেকেই সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও বৃষ্টির পরিমাণ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১ মে) আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রামে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে রাত ও দিনের তাপমাত্রা কমবে।


বিজ্ঞাপন


এদিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান অধিদফতরে এক ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার থেকে অনেক জায়গার তাপমাত্রা কমে আসার সম্ভাবনা আছে। ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার। তবে দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা শুক্রবার পর্যন্ত আগের মতোই থাকবে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

আজ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর