বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

আজও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২২, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

আজও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

রাজধানীতে বিভিন্ন এলাকায় আজও তুমুল বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার (১৩ মে) জুমার নামাজের পর থেকেই অনেক এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি হতে দেখা যায়। বিকাল সাড়ে চারটার পর রাজধানীর গুলশান, বারিধারা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়। এসময় বৃষ্টির সাথে কিছুটা বাতাসও ছিল।

এর আগে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। বারিধারা এলাকায় দেখা গেছে, বিকাল পাঁচটার দিকে ঘন কালো মেঘে অন্ধকারে ছেয়ে যায় পুরো এলাকা। দিনের বেলায় যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। পৌনে ছয়টার দিকে বৃষ্টি শুরু হলে মানুষ এদিক সেদিক ছুটতে থাকে। 


বিজ্ঞাপন


এদিকে আবহাওয়া অফিস বলছে, রাজধানীসহ সারাদেশে এ বৃষ্টি আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। এরপর পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।

আবাহাওয়া অধিদফতর আরও জানায়, গভীর নিম্নচাপ আকারে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করা অশনির প্রভাবে সৃষ্ট বিরূপ আবহাওয়ার আঁচ লেগেছে বাংলাদেশে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরে দেওয়া দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তুলে ফেলার নির্দেশনা দিয়েছে অধিদফতর (বিএমডি)।

বঙ্গোপসাগরে অস্থির পরিস্থিতি অব্যাহত আছে। অশনির পর আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে ইতোমধ্যে পূর্বাভাস এসেছে। চেক প্রজাতন্ত্রকেন্দ্রিক আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট উইন্ডিডটকমে দেখা যায়, আগামী ২০ মে নাগাদ একটি পরিস্থিতি তৈরি হতে পারে। কম্পিউটার মডেলে প্রথমে বাংলাদেশের দিকে চলে আসবে বলে দেখা যাচ্ছিল। কিন্তু বৃহস্পতিবারের মডেলে দেখা যাচ্ছে, এটি মিয়ানমারের দিকে চলে যেতে পারে।

২১ মে নাগাদ ছাউংথা উপকূলের কাছাকাছি অবস্থানের আশঙ্কা করা হচ্ছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এত আগে এ ধরনের পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাস দেওয়া কঠিন। কেননা, পাল্টা পরিস্থিতিতে অনেক সময়ে লঘুচাপ বা নিম্নচাপ সাগরেই বিলীন হয়ে যায়। এজন্য তারা আরও অপেক্ষার পরামর্শ দিয়েছেন তারা।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর