গাছে গাছে নতুন পাতার আগমনী। প্রকৃতিতে ফুটছে নানান ফুল। যেন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। শীতকে বিদায় দিয়ে আগমন ঘটবে ঋতুরাজের। একই সঙ্গে ক্যালেন্ডারের পাতা উল্টালেই ভালোবাসার দিন! অর্থাৎ ‘বিশ্ব ভালোবাসা দিবস’। তবে দিনটিতে ভিন্ন মাত্রা জোগাবে বৃষ্টি আর মেঘলা আকাশ। সে কথাই বলছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস বলছে— ফাগুনের প্রথম দিন বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামীকাল বুধবার যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
দিনটিতে আকাশ থাকবে আংশিক মেঘলা। দেশের বেশকিছু এলাকায় মেঘলা আকাশসহ আবহাওয়া থাকবে শুষ্ক। দিনের শুরুতে, অর্থাৎ ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এইউ

