শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ: প্রতিমন্ত্রী খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ: প্রতিমন্ত্রী খসরু
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। ছবি: ঢাকা মেইল

জলবায়ু পরিবর্তন অনিবার্য বাস্তবতা। তবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির শিকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।


বিজ্ঞাপন


জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত ‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ/আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন অ্যান্ড লাইভলিহুড (ইউএমআইএমসিসি/ইউএমএমএল)’ শীর্ষক প্রকল্পের সমাপনী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Climate1

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বে তুষাড়পাত, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরেছেন। এসব মোকাবিলায় সকল দেশকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

আশরাফ আলী খান খসরু বলেন, আমাদের দেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিভিন্ন সময়ে জলবায়ুজনিত প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আঘাত হানছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্তকতা বেড়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন বেড়েছে। এসব কারণে আমাদের অনেক মানুষ পৈত্রিক নিবাস ছেড়ে এসে শহরে আশ্রয় নিচ্ছে।


বিজ্ঞাপন


Climate

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই সমস্যা মোকাবিলায় অনেক কর্মসূচী নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় দাতা সংস্থার নীতি ও লক্ষ্যের সঙ্গে মিল রেখে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। যেগুলো বাস্তবায়নের কৌশল নির্ধারণে গবেষণা হলে একসঙ্গে কাজ করা যাবে।

এ সময় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের কারণে বস্তিবাসী হওয়া জনগণের জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করলে তাদের দুর্ভোগ লাঘব হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর