শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবসায়ীদের জন্য বরাদ্দ রেখেছে সরকার: পরিবেশ সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

Workshop
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। ছবি: ঢাকা মেইল

ব্লক ইট রূপান্তর সহজ করার জন্য সকল প্রকারের উদ্যোক্তাদের সহায়তা করতে সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ।

পরিবেশ সচিব জানিয়েছেন, পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ ব্লক ইট রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের প্রণোদনা, প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে।


বিজ্ঞাপন


সোমবার (২৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব এ কথা জানান।

 

আরও পড়ুন

‘ক্ষতি নয়, পরিবেশ রক্ষা করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে’

বায়ুদূষণ হ্রাস ও কৃষিজমি সংরক্ষণে সরকারি নির্মাণকাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


 

কর্মশালায় পরিবেশ সচিব বলেন, পরিবেশের মান উন্নয়নসহ সকল প্রকার উন্নয়ন টেকসই করতে প্রাইভেট সেক্টরের সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ। ইটভাটা নিয়ন্ত্রণ করতে পারলে বায়ুমানের উন্নতির সঙ্গে সঙ্গে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা হবে। নাগরিকদের সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের জন্য সবুজ প্রযুক্তির ব্যবহারসহ অন্যান্য বিষয়ে স্টেকহোল্ডারদের সকল সুচিন্তিত পরামর্শ স্বাগত জানানো হবে।

ডক্টর ফারহিনা আহমেদ বলেন, বায়ুদূষণ হ্রাস ও কৃষি জমি সংরক্ষণের লক্ষ্যে সরকারি বিভিন্ন নির্মাণে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্য সফল করতে বেসরকারি নির্মাণেও ব্লকের ইটের ব্যবহার বাড়াতে আমাদের সকলকে উদ্যোগী হতে হবে।

Workshop1
পরিবেশ অধিদফতরে আয়োজিত কর্মশালার একটি মুহূর্ত। ছবি: ঢাকা মেইল

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান।

এ দিন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদফতরের পরিচালক মির্জা শওকত আলী। পাশাপাশি কর্মশালায় দুটি গবেষণাপত্র উপস্থাপন করেন হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. নাফিজুর রহমান এবং ব্লক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. সাখাওয়াত হোসেন।

এতে অন্যদের মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ছাড়াও বেসরকারি সংস্থা, সমিতি এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর