শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কৃষি

সেপ্টেম্বর মাসে যেসব সবজি চাষ করা যায়

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

সেপ্টেম্বর মাসে যেসব সবজি চাষ করা যায়

সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। বর্ষার শেষভাগে আছে বাংলা। ভাদ্র মাসও যাই যাই করছে। কোথাও কোথাও বন্যাও হচ্ছে। তবে বন্যার প্রকোপ অতটা নেই। বলা যায়, ভরা বর্ষার সময় এখন। 

দেশের উঁচু অঞ্চল বাদে সারাদেশের জমিতে পানিতে টুইটুম্বুর। তাই সবজি চাষ এ সময়ে কিছুটা খাঁটনিরও বটে। তবে যেসব জায়গা ‍উঁচু সেখানে এখন সবজি চাষ করা যায়। এছাড়াও পানিতে ভাসমান পদ্ধতিতে কিংবা বস্তায় সবজি চাষ করা যায়। জানুন সেপ্টেম্বর মাসে কোন কোন সবজি চাষ করবেন।


বিজ্ঞাপন


বেগুন 

বেলে দোআঁশ মাটি বেগুন চাষের উপযোগী। এ জন্য পানি নিষ্কাশন সম্পন্ন মাটি ভালো, যা বেগুনের ফলন বাড়ায়। বেগুনের ফলন হতে ৫০ থেকে ৬০ দিন সময় লাগে। উঁচু জমিতে এখন বেগুন চাষ করতে পারেন। 

কাঁচা মরিচ


বিজ্ঞাপন


সেপ্টেম্বর কাঁচা মরিচ চাষের জন্য ভালো। দামও পাবেন ভালো। গাছে মরিচ ধরতে এক থেকে দেড় মাস সময় লাগে। মরিচ পাকতে ৭০ থেকে ৮০ দিন সময় লাগে। 

২০ থেকে ৫৫ ডিগ্রি তাপমাত্রা সবুজ মরিচ চাষের জন্য উপযুক্ত। এটি চাষ করে আপনি সহজেই এক মৌসুমে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন।  

ব্রকলি

এটি দেখতে বাঁধাকপির মতো হলেও সবুজ রঙের। এর স্বাস্থ্যকর বৈশিষ্ট্যের কারণে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ব্রকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন পাওয়া যায়। এই মাসগুলিতে, আপনি ব্রকলি চাষ করতে পারেন এবং বাজারে এটি প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকা দামে বিক্রি করতে পারেন। প্রস্তুত হতে ৩০ থেকে ৫০ দিন সময় লাগে ।

গাজর

দেশী জাতের গাজর বপনের জন্য আগস্ট-সেপ্টেম্বর মাস উপযোগী। ইউরোপীয় এবং অন্যান্য বিদেশি জাতগুলি অক্টোবর-নভেম্বর মাসে বপন করা হয়। প্রতি একর জমি চাষের জন্য ৪ থেকে ৫ কেজি বীজের প্রয়োজন হয়। ভাল ফলনের জন্য, এটি হালকা দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটিতে চাষ করুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর